Eid Journey 2024. – Touhids Click

Eid Journey 2024.

by admin

এবারের ঈদ যাত্রা ২০২৪.

এবারের ঈদ যাত্রা।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস। ঈদ মানেই শহরের মানুষের সাথে তাদের পরিবার আপনজনদের সাথে দেখা।
সেই আনন্দের এক ভোগান্তির নাম হচ্ছে ঈদ যাত্রা।
বিশেষ করে মধ্যবিত্ত এবং দিনমজুর মানুষ দের কাছে ঈদ যাত্রা এক ভোগান্তির নাম।
বাড়ি যেতে তাদের কতো কষ্টই না করতে হয়!
ঝুঁকিপূর্ণ ভাবে এবং ঝুঁকি নিয়ে তাদের যেতে হয় আপনজনদের সাথে ঈদ করতে।
আসলে এই ঝুঁকি তাদের কাছে কিছুই না।
কারন বাড়ি গেলে আপনজনদের হাসির কাছে এই ঝুঁকি অতি সামান্য।

All Rights Reserve By © Touhid’s Click

 

Leave a Comment