Hidden in the folds of the saree, a colorful story. – Touhids Click

Hidden in the folds of the saree, a colorful story.

by admin

শাড়ির ভাঁজে লুকিয়ে রঙিন গল্প

একটি শাড়ি শুধু কাপড় নয়, এটি একেকজন নারীর অনুভূতির প্রতিচ্ছবি। প্রতিটি ভাঁজে জড়িয়ে থাকে স্মৃতি, ভালোবাসা আর স্বপ্নের রঙিন গল্প। কোনো শাড়ি হয়তো মায়ের শাড়ির ঘ্রাণ বহন করে, কোনোটা প্রথম ভালোবাসার সাক্ষী, আবার কোনোটা কোনো বিশেষ দিনের আনন্দঘন মুহূর্ত মনে করিয়ে দেয়। বাতাস যখন শাড়ির আঁচল উড়িয়ে নেয়, তখন মনে হয়, তার সঙ্গে উড়ে যাচ্ছে কল্পনার রঙিন ডানা। শাড়ি শুধু পরিধেয় নয়, এটি নারীর ব্যক্তিত্ব, ঐতিহ্য আর অনুভূতির এক নীরব কাব্য।

Photo :- Touhid Islam 

In Frame :- Rabeya Basri Rakhi

Leave a Comment