The rickshaw pullers of Dhaka are a significant group deeply intertwined with the bustling life of the city. – Touhids Click

The rickshaw pullers of Dhaka are a significant group deeply intertwined with the bustling life of the city.

by admin

ঢাকার রিকশাওয়ালা মামারা,শহরের কর্মচঞ্চল জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক বিশাল শ্রেণি।

ঢাকার রিকশাওয়ালা মামারা ঢাকার শহরের অপরিহার্য এক অংশ। তারা শুধু যানবাহনের চালক নন, বরং শহরের কর্মচঞ্চল জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক বিশাল শ্রেণি। রিকশা ঢাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম সহজলভ্য ও সাশ্রয়ী মাধ্যম, আর এর পেছনে যারা ঘাম ঝরান, তারা এই মামারাই।

রিকশাওয়ালা মামাদের কষ্ট ও সংগ্রাম থাকলেও, তারা ঢাকার শহরের অর্থনীতি ও সংস্কৃতির একটি বড় অংশ। তাদের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

In English –

The rickshaw pullers of Dhaka are an essential part of the city. They are not just vehicle operators but represent a significant group deeply intertwined with the bustling life of the city. Rickshaws are one of the most accessible and affordable means of daily transportation for the people of Dhaka, and it is these hardworking individuals who make it possible.
Despite their hardships and struggles, rickshaw pullers form a vital part of Dhaka’s economy and culture. It is our moral responsibility to show them respect and empathy.

PHOTOGRAPHER :- TOUHID ISLAM

You may also like

Leave a Comment