যদি কেউ আমাকে প্রশ্ন করে
এই ব্যস্তময় যান্ত্রিক ঢাকা শহরের কোন জায়গা আমার
নিকট ভীষণ প্রিয়???
আমি নির্দ্বিধায় উত্তর দিবো,শাহবাগ মোড়!!!
এরপর যদি প্রশ্ন করে, কেনো???
তবে আমি বলবো,এ রাস্তা ধরে হাঁটলে আমি অসংখ্য
গোলাপ,সাদা গোলাপ আর রজনীগন্ধা দেখতে পারি!!!
আমি ফুল কিনি আর না কিনি
চোখ জুড়ে দেখতে তো পারি!!!
কেননা
আমি যে সাদা গোলাপ আর রজনীগন্ধার প্রেমের প্রেমিক”
লেখক:- সুনাম হাসান ছবি:- তৌহিদ ইসলাম
2 comments
লেখা টা আরো সাবলীল হওয়া দরকার! ছবি সুন্দর 🤍
Thank you so much.. 🎀❤️