A story of a responsible little boy. – Touhids Click

A story of a responsible little boy.

by admin

A story of a responsible little boy.

তার নাম রাহিন। বয়স কত হবে? দেখে লাগে ৯/১০ বছর। আমি ট্রেন লাইন ধরে অফিস থেকে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমি এই বাচ্চা ছেলেটিকে এই বড় বস্তার সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার আমি একটা ছবি তুললাম। পরে তাকে জিজ্ঞেস করলাম এই বস্তা কি তোমার? ছেলেটি আমার দিকে এগিয়ে আসলো এবং বলল হ্যাঁ এ বস্তাটি আমার।

আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তুমি এই বস্তা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? সে আমাকে বলল যে বস্তাটি তাকে একটু তার মাথায় উঠিয়ে দিতে।

আমি হতভম্ব হয়ে তাকিয়ে ছিলাম। পরে তাকে জিজ্ঞেস করলাম এই বস্তার মধ্যে কি?
সে বললো পলিথিন। এগুলো সকালে রোদে শুকাতে দিয়ে গিয়েছিলাম। এখন বিকেলে উঠিয়ে নিয়ে যাবো। তারে আমি সাহায্য করার জন্য এগিয়ে আসলাম। ভাবলাম পলিথিন বোঝায় বস্তা ভারি হবে না। কিন্তু পলিথিন ভিজা ছিল যার কারনো ভারি ছিলো।

যখন তুলতে গিলাম বিশ্বাস করেন ভালোই ভারি। আমি তার মাথায় তুলতেই পারতেছিলাম না। যাইহোক মাথায় তুলে দিলাম, তার নিতে খুব কষ্ট হচ্ছিল। তার ওজন ১৫/২০ /২৫ কেজি হবে, সে এই ওজন নিয়ে ১০/১৫ কেজির বস্তা মাথায় তুললো।

তখন একটা কথায় হয় “আমি নাটাই উড়ানোর বয়সে, নিজেকে উড়িয়েছি”।

পরে দেখলাম সে তার সামনের উচু টিলার দিকে গেলো। মাথা থেকে ফেলে সে টানতে থাকলো কিন্তু উঠাতেই পারলো না।
পরে এগিয়ে গেলাম যেতে যেতেই সে তুলে ফেললো। যাইহোক সময় সল্পতার কারনে আমার চলে যাওয়া লাগলো। অনেক কথায় বলা হলো না।

ভেবে দেখেন আমারা যখন ছোট ছিলাম, আমাদের ভাগ্য কতই না ভালো ছিলো। যে এমন দিন দেখা লাগে নি। সকলে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আর এমন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।

All Rights Reserve By © Touhid’s Click

You may also like

Leave a Comment