The third largest flyover in Bangladesh (3.1 km) is the Kuril Flyover. – Touhids Click

The third largest flyover in Bangladesh (3.1 km) is the Kuril Flyover.

by admin

বাংলাদেশের তৃতীয় বৃহত্তর ফ্লাইওভার (৩.১কিমি) কুড়িল ফ্লাইওভার।

বাংলাদেশের তৃতীয় বৃহত্তর ফ্লাইওভার (৩.১কিমি) কুড়িল ফ্লাইওভার।
চারটি লুপের সমন্বয়ে তৈরি কুড়িল ফ্লাইওভার ঢাকার অন্যতম দৃষ্টিনন্দন একটি সড়ক। বিশেষ করে রাতের ঝলমলে আলোতে কুড়িল ফ্লাইওভারের সৌন্দর্য আরও বর্ধিত হয়। স্থানীয় অনেক মানুষ সন্ধ্যাকালীন অবকাশ যাপনের জন্য এখানে এসে থাকেন। ৩.১ কিলোমিটার দৈর্ঘ্যের কুড়িল ফ্লাইওভারের চারটি লুপ দিয়েই ওঠা-নামা করা যায়। এই লুপগুলো হলো বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে। প্রথমে এর নির্মাণ ব্যয় ২৫৪ কোটি টাকা ধরা হলেও নির্মাণকাজ শেষে ব্যয় বেড়ে ৩০৩ কোটি টাকায় গিয়ে থামে। এর সম্পূর্ণ অর্থায়ন করা হয় রাজউকের নিজস্ব তহবিল থেকে। ৬৭টি পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এ ফ্লাইওভারের উচ্চতা ৪৭.৫৭ ফুট এবং প্রস্থ ৩০.১৮ ফুট। ২০১০ সালের মে মাসে শুরু হওয়া এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ সালের আগস্টে। সরকারিভাবে এটি কুড়িল বহুমুখী ফ্লাইওভার নামে পরিচিত।
ছবি :- তৌহিদ ইসলাম
All Rights Reserve By © Touhid's Click

You may also like

Leave a Comment