এক সবুজে ঘেরা ঢাকা, ঢাকার বুকে এক টুকরো শান্তি।
জাতীয় উদ্ভিদ উদ্যান (National Botanical Garden of Bangladesh) বা, বোটানিক্যাল গার্ডেন অথবা, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশের ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত।বোটানিক্যাল গার্ডেন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা থেকে ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উদ্ভিদ উদ্যান।
মনের ক্লান্তি দূর করতে চাইলে আসতে পারেন এই সবুজের মাঝে। চারিদিকে সবুজ গাছ পালা সাথে হিমেল হাওয়ার স্পর্শ, পাখির কিচিরমিচির করে তুলবে আপনার মন মনোমুগ্ধ।
PHOTO BY :- TOUHID ISLAM.
5 comments
❤️❤️
I can almost feel the fresh air and hear the sounds of nature just by looking at this photo.
Thank you🥰
Damn.
Thanks